• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

পঞ্জশিরের ১১ এলাকা তালেবানের দখলে, নিহত ৩৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:২৭ পিএম
পঞ্জশিরের ১১ এলাকা তালেবানের দখলে, নিহত ৩৪

বিরোধপূর্ণ পঞ্জশির উপত্যকা দখলে অভিযান জোরদার করেছে তালেবান। ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত প্রদেশটির ১১ টি চেকপয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা।

গত সপ্তাহে তালেবানবিরোধী নেতা আহমদ মাসউদের সঙ্গে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই পঞ্জশিরে হামলা শুরু করে বিদ্রোহীরা। এ পর্যন্ত সংঘর্ষে বিরোধী পক্ষের দুই কমান্ডারসহ ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই তালেবান যোদ্ধা।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমরা পাঞ্জশিরের প্রধান সড়কে পৌঁছে গেছি। এখানকার শীতল জেলাও আমাদের দখলে রয়েছে।”

আগস্টের মাঝামাঝি সময় থেকে বিখ্যাত আফগান কমান্ডার আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসউদের নেতৃত্বে পঞ্জশির উপত্যকায় প্রতিরোধ গড়ে তোলে তালেবানদেরবিরোধীরা। তাদের সঙ্গে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও রয়েছেন।

কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় পঞ্জশির উপত্যকা অবস্থিত। ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলসহ ৩৪ প্রদেশের ৩৩টির নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। যদিও এই প্রদেশটি এখনও তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

Link copied!