ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য জানা যাবে আজ। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঘোষণা করা হবে ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচনের ফল। আজ জিতলে মুখ্যমন্ত্রীত্ব পদ টিকে যাবে তৃণমূল নেত্রীর।
আনন্দবাজার পত্রিকা জানয়, স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। ভবানীপুরে ভোট গণনা হচ্ছে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে। গণনা হবে ২১ রাউন্ড।
এর আগে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। দল জিতলেও নন্দীগ্রাম আসনে হেরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে উপনির্বাচনে জিতে আসতে হবে তাকে।
বিধানসভার মূল নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন মমতা। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ছয় মাসের মধ্যে কোনো আসনে উপনির্বাচনে জয়ী হতে হবে তাকে।
দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের ভোট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।