• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

তিউনিসিয়ায় অস্থিরতা বাড়ছে, বরখাস্ত হচ্ছেন শীর্ষ কর্মকর্তারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৯:৩২ পিএম
তিউনিসিয়ায় অস্থিরতা বাড়ছে, বরখাস্ত হচ্ছেন শীর্ষ কর্মকর্তারা

প্রধানমন্ত্রীর পর এবার একের পর এক শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করে চলেছেন তিউনেশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। ফলে দেশটির রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বেড়ে চলেছে।

আল-জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) সেনাবাহিনীর প্রধান প্রসিকিউটর, রাষ্ট্রীয় টেলিভিশন আতানিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রবীণ ও ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের দীর্ঘ তালিকা থেকে কয়েকজনকে বরখাস্তের নির্দেশ দেন রাষ্ট্রপতি। সংসদ ভেঙে দিয়ে কাইস সাইদ কার্যনির্বাহী পরিষদের ক্ষমতা গ্রহণের পরই অনিশ্চয়তার দিকে ঝুঁকছে তিউনেশিয়া।

রবিবার সংসদ স্থগিত করে প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করার পরেন প্রেসিডেন্ট সাইদ। পরদিন প্রতিরক্ষা ও আইন মন্ত্রীকে বরখাস্ত করার পর রাতে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন।

২০১৮ সালে নির্বাচনে তিন রাজনৈতিক দলের বিদেশী তহবিলের প্রাপ্তির ঘটনায় তদন্তেরও নির্দেশ দেন তিনি।

পার্লামেন্ট স্থগিত করার ঘটনাকে সেনা অভ্যুত্থান আখ্যা দিয়ে দেশটিতে বিক্ষোভে নেমেছেন সাইদবিরোধীরা। এ পদক্ষেপকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন স্পিকার রাশেদ ঘানৌচি।

Link copied!