আফগানিস্তানের অন্যতম প্রধান শহর কুন্দুজ দখল করে নিয়েছে তালেবান। স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে জানান, শহরের বিমানবন্দর ছাড়া সব এলাকাই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে।
কুন্দুজের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া গেছে। সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের যুদ্ধে আবাসিক ভবন ও দোকানপাটও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কেন্দ্রে তালেবানের পতাকা উড়তে দেখা যাচ্ছে বলেও জানিয়েছে বিবিসি।
আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী হিসেবে কুন্দুজ দখল করল তালেবান। এ নিয়ে মাত্র তিন দিনে তিনটি প্রাদেশিক রাজধানীর পতন ঘটাল তালেবান যোদ্ধারা।
শনিবার জাওজান প্রদেশের শেবারগান শহর দখল করেছে বিদ্রোহীরা। প্রদেশের ডেপুটি গভর্নর কাদের মালিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর সঙ্গে তাল মিলিয়ে মে মাসে ধারাবাহিক আক্রমণ জোরদার করে তালেবান। আফগানিস্তানের বিস্তীর্ণ গ্রামাঞ্চল নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। দেশটির অনেক সীমান্ত এলাকাও এখন তালেবানের দখলে। হেরাত ও লস্করগাহ প্রদেশ দখলে নিতেও সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই করছে দলটি।
এএফপি জানায়, শুক্রবার প্রায় ‘বিনা লড়াইয়ে’ নিমরোজের জারঞ্জ শহরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। বিদ্রোহীদের দখলে নেওয়া প্রথম প্রাদেশিক রাজধানী এটি। তবে সেবারঘান দখলে নিতে ব্যাপক লড়াই করতে হয়েছে বিদ্রোহীদের।