• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

আমাদের বুবু, আমাদের বাতিঘর


মাহবুব সাঈদ মামুন
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৩:৪০ পিএম
আমাদের বুবু, আমাদের বাতিঘর

জীবনের বাতিঘর আমাদের বুবু 
যার বাতিতে আমরা উজ্জ্বল হই।

জীবনের বটগাছ আমাদের বুবু
যার ছাঁয়ার বিশ্রাম নিই আমরা
চৈত্র মাসের খরার যেন শীতলপাটি
সুখনিদ্রা যাই সে পাটিতে আমরা ছোটরা

সুখনিদ্রায় আমরা সতেজ, সুখি হই
নতুন জীবনের স্বপ্ন দেখি 
নতুন জীবনের অবগাহন করি।

সকল সুখ-দু’খের সাথী আমাদের বুবু 
জীবনের সবকিছু ভাগাভাগি হয় বুবুর সাথে আমাদের।

বুবু হলো গোলাপ-বকুল-রজনীগন্ধা ফুল
যার সুবাতাসে আমাদের জীবন সুবাসিত হয়, 
যার সুবাসিত ফুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে যায় 
আশেপাশে, চারিদিকে।

শেষত বুবু হলো এক শ্বাশত মা-জাতি
তার সন্তানদের সে যেমন আগলে রাখে বুকে
আমাদেরকেও তেমনি মায়ের মতো 
আগলে রাখে দু’খের দিনে...

জয়তু আমাদের বুবু
আমাদের জন্যই তোর বেঁচে থাকা জীবনে
আবার আমরাও যেন বাঁচি তোরই জন্য।

Link copied!