• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিজয়ের আনন্দ উদযাপনে থাকুন সুরক্ষিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৪:০৫ পিএম
বিজয়ের আনন্দ উদযাপনে থাকুন সুরক্ষিত

স্বাধীনতার ৫০ বছর পূতিতে দেশজুড়ে উদযাপন হচ্ছে সুবর্ণজয়ন্তী। ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দে মাতবে ছোট-বড় সবাই। একাত্তরের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করবে বাঙালি জাতি। শ্রদ্ধা নিবেদনে ছুটে যাবে সাভারের স্মৃতিসৌধে। এরপর সারা দিন ঘোরাফেরা। শহরের ভেতরে বিভিন্ন স্মৃতিসৌধে ঘুরে বেড়ানো হবে। কেউ কেউ পরিবার নিয়ে বাইরে খাওয়া-দাওয়া করবেন। বিজয়ে উল্লাসে মেতে উঠবে পুরো জাতি।

বিজয়ের আনন্দের মাঝে করোনার মহামারির কথা ভুলে গেলে চলবে ন। বরং স্বাস্থ্যবিধি মেনেই উদযাপন করতে হবে দিনটি। স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকতে হবে। কারণ করোনা সংক্রমণে লাগাম এলেও আতঙ্ক ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতোমধ্যই দেশে দুইজন ওমিক্রনে সংক্রমিতও হয়েছেন। এছাড়া রয়েছে ডেঙ্গু আতঙ্ক। তাই খেয়ালিপনা ছেড়ে বিজয়ের আনন্দেও স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি খেয়াল রাখতে হবে।

স্বাস্থ্য সুরক্ষা মেনে সুবর্ণজয়ন্তীর আনন্দ উপভোগ করতে এবং ঘুরে বেড়াতে যে বিষয়গুলোতে খেয়াল রাখবেন তা জানাব আজকের আয়োজনে—

  • বিজয় দিবসে কোথাও ঘুরতে যাচ্ছেন, অবশ্যই মাস্ক পরুন। স্যানিটারাইজার সঙ্গে নিন। কিছুক্ষণ পরপর হাত স্যানিটাইজ করুন।
  • বিজয়ে আনন্দ উপভোগে পরিবারের জন্য় নতুন পোশাক কিনেছেন, সেগুলো না ধুয়ে পরবেন না। ছোট-বড় সবার জন্য কেনা নতুন পোশাক অবশ্যই ধুয়ে নিন। নতুন পোশাক ধোয়ার সময় না পেলে রোদে রেখে দিন। ভালোভাবে রোদ পোহালে ভাইরাস সংক্রমণের আশঙ্কা কমবে।
  • সন্তানকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবেন এই দিনটিতে। বের হওয়ার আগেই জেনে নিন কোথায় ভিড় কম হতে পারে। অতিরিক্ত লোকসমাগম হতে পারে এমন স্থানে না যাওয়াই উত্তম। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়। তাই অযথা ভিড়ে যাবেন না।
  • বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নাচ, আলোচনা অনুষ্ঠানের আয়োজন থাকে। কোথাও আবার কনসার্টেও আয়োজন করা হয়। এসব আয়োজনে যেতে হলে অবশ্যই সুরক্ষার বিষয়টি খেয়াল রাখবেন। অনুষ্ঠানে চেয়ারে বসার আগে স্যানিটারাইজ করে নিন। অন্য ব্যক্তি থেকে কিছুটা দূরে বসার চেষ্টা করুন।
  • কোথাও কারও সঙ্গে দেখা হলে কোলাকুলি কিংবা হাত মেলানো থেকেও বিরত থাকুন। অন্যের সংস্পর্শ থেকে যতটা দূরে থাকবেন, ততটাই সুরক্ষিত হবেন।
  • খোলা স্থানে ঘুরতে গেলে বাইরের খাবার খাবেন না। চটপটি, ফুসকাজাতীয় খাবার খেয়ে সাময়িক তৃপ্ত হবেন, কিন্তু করোনাকালীন এটি ভয়াবহ হতে পারে।
  • বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রেস্টুরেন্ট অফার দিয়ে থাকে। পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন? অবশ্যই ভালো ও স্বাস্থ্যকর পরিবেশ রয়েছে এমন রেস্টুরেন্টে যাবেন।
  • ডেঙ্গু সংক্রমণের বিষয়টিও খেয়াল রাখতে হবে। তাই হাতে, পায়ে ও শরীরের খোলা স্থানগুলোতে ওডোমোস মেখে নিন।
  • শীতের আবহাওয়ায় এখন জ্বর বা সর্দি হচ্ছে। তাই বাইরের যাওয়ার আগে অবশ্যই শীতের পোশাক সঙ্গে নিন। বাচ্চাদের দ্রুত ঠান্ডা লেগে যায়। তাদের কান টুপি, হাত ও পা মোজা পরিয়ে নিন।
Link copied!