সেন্সর ছাড়পত্র পেল নবাগত নায়ক সেজান দেওয়ান অভিনীত চলচ্চিত্র ‘দ্য হিরো’। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত এই ছবির গল্প লিখেছেন ছটকু আহমেদ।
গত সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডের অনুমতি পায়। আগামী বছর ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা।
এ প্রসঙ্গে বজলুর রাশেদ চৌধুরী বলেন, “ছবিটির কাজ শেষ করেছি বেশ আগেই। গত সপ্তাহে সেন্সর ছাড়পত্র পেলাম। করোনার কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হচ্ছে। আগামী বছর ভালো একটি উপলক্ষ্য দেখে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।”
নবাগত সিজান দেওয়ান বলেন, “আমি এই ছবিটির জন্য অনেক অনুশীলন করেছি। অভিনয়ের পাশাপাশি ড্যান্স-ফাইট শিখেতে হয়েছে। চেষ্টা করেছি নিজের সেরা কাজটি উপহার দিতে। সবাই যদি ছবিটি পছন্দ করেন, তবে আমি নিয়মিত কাজ করব।”
‘দেশ নায়ক: দ্য হিরো’ শিরোনামের ছবিটির শুরু করলেও পরবর্তী সময়ে ছবির নাম বদল করে ‘দ্যা হিরো’ রাখা হয়। ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সিজান দেওয়ান। তার বিপরীতে রয়েছেন নতুন নায়িকা জুলিয়েট অনামিকা।
জঙ্গি দমনের গল্প নিয়ে সিনেমা নির্মিত সিনেমায় আরো অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, নূতন, মিশা সওদাগর, বিপ্লব দেওয়ানসহ অনেকে।