ঢালিউড-বলিউড এক হওয়ার খবরে কৌতুহল বেড়ে যায় ভক্তদের। এবার ভক্তদের এমনই চমক দিচ্ছেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান। বলিউড আইটেমগার্ল খ্যাত অভিনেত্রী নারগিস ফাখরির সঙ্গে একই মঞ্চে উঠবেন কিং খান।
শনিবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই জুটি হয়ে একসঙ্গে পারফর্ম করবেন এই দুই তারকা। নিউ ইয়র্কের জ্যামাইকা শহরের অ্যামাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠানটি।
এর আগে ২০১৯ সালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সিনেমা প্রযোজনা সংস্থা টিএম ফিল্মসে যাত্রা শুরুর দিন উপস্থিত ছিলেন বলিউড নায়িকা নারগিস ফাখরি। সেই মঞ্চেও হাজির ছিলেন শাকিব খান।
এদিকে এই বছর ঢালিউড অ্যাওয়ার্ডসে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন অংশ নিচ্ছেন। আরও থাকছেন নায়ক বাপ্পি চৌধুরী, চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী, অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, আনিসুর রহমান মিলন, শিরীন শিলা, আমান রেজা, সংগীতশিল্পী সেলিম চৌধুরী।
পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস, মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন শীলা। বলিউড থেকে পারফর্ম করবেন ভারতীয় সংগীতশিল্পী মিতালী মুখার্জিসহ আরও অনেকে।
শিল্পী ও আইটেমগার্ল খ্যাত নারগিস ফাখরি, ভারতীয় সংগীতশিল্পী মিতালী মুখার্জিসহ আরও অনেকে।
শো-টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম জানান, নিউইয়র্কের ভক্তদের ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন টিকিট বিক্রি হচ্ছে। নিউইয়র্কের বাইরে থেকেও দর্শকরা আসছেন। অনুষ্ঠানের দিন ভেন্যুতেও টিকিট পাওয়া যাবে।