• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

কে এই ভাইরাল বেবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০২:৫৫ পিএম
কে এই ভাইরাল বেবি
রাজ ও দর্শনা। ছবি: সংগৃহীত

দুদিন পর হলে হলে চলবে সিনেমা। ঈদের আমেজে বুঁদ সিনেপ্রেমীরা। একের পর এক আসছে গান, টিজার, টেলার। আছে আইটেম সংও।

আর সেই আইটেমে শোনা যাচ্ছে ‘আমি ভাইরাল বেবি রে’। ঈদের ‘ওমর; ছবির যে গানে নেচে-গেয়ে ঢালিউড পরিবেশে উচ্ছ্বাস নামিয়ে আনলেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এতে দর্শনার আসরে দেখা মিলেছে শরীফুল রাজ, আবু হুরায়রা ও নাসির উদ্দিন খানদের!
কে কার ভাইরাল বেবি সে উত্তর পাওয়া গেল আরেকজনের কাছ থেকে। গানটির গীতিকার জনি হক বললেন, “‌‘বাণিজ্যিক সিনেমায় আইটেম সংটা বিশেষ। আর সেটাই মাথায় রেখে গানটি সাজানো। এতে ভাবগম্ভীর্যতা খুঁজলে ভুল হবে। বলা চলে, একধরনের উৎসবের আমেজের মাথায় রেখেই ওমর ছবির জন্য গানটি করেছি। দর্শনা বণিক হয়তো অনেকের কাছেই ভাইরাল বেবি। তবে অন্যরা পছন্দের মানুষকে নিয়ে ছবিটি দেখতে পারেন।”
‘চলো নিরালায়’খ্যাত জনি হকের কথায় ‘ভাইরাল বেবি’ গানটি বানিয়েছেন স্যাভি। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও ঈশান মিত্র।
‘ওমর’ ছবিটি উৎসর্গ করা হয়েছে লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক-প্রযোজক মান্নাকে। মাস্টার কমিউনিকেশনস প্রযোজিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!