• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পরীমনির স্ট্যাটাস নিয়ে যা বললেন সোহানা সাবা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:৩৪ পিএম
পরীমনির স্ট্যাটাস নিয়ে যা বললেন সোহানা সাবা
অভিনেত্রী সোহানা সাবা। ছবি: ফেসবুক থেকে

‘আপ্পিটাকে নিয়ে আবার অনেকে বলছেন, “শিল্পীদের কথা বলা উচিত… না হলে ভবিষ্যতে বিপদ ডেকে আনবে…” কথাগুলো জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার। আর কথাগুলো বলার পেছনের কারণ জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

শনিবার  টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীর। নায়িকা আসবেন- এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে ঠেকানোর প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। স্থানীয়দের প্রবল প্রতিরোধ ও হুমকির মুখে স্থগিত করা হয় অনুষ্ঠানটি।

এরপর পরীমনি তার চাপা ক্ষোভ প্রকাশ করেন ফেসবুকে। লিখেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি। পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবীন, পড়শী- এর আগে তারাও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে আসলে কী প্রমাণ করতে চাইছেন তারা?’

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আর কী বলার আছে… এ দেশে সিনেমা কিংবা বিনোদনের সবকিছু বন্ধ করে দেওয়া হোক তাহলে। আমরা কি ধরে নেব, আমরা শুধু ইমোশনালি ব্যবহৃত হয়েছি তখন? নাকি এখন হচ্ছি? কোনটা?’

পরীমনির এমন ফেসবুক স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। নায়িকা হয়ে কথা বলছেন অনেকেই। আবার কেউ অবস্থান নিয়েছেন বিপক্ষে। সেখানে থেকেই একটি পোস্ট ফেসবুকে শেয়ার করেন সোহানা সাবা। আর মন্তব্যের ঘরে গিয়ে সাবা লিখেছেন, ‘আপ্পিটাকে নিয়ে আবার অনেকে বলছেন, “শিল্পীদের কথা বলা উচিত… না হলে ভবিষ্যতে বিপদ ডেকে আনবে…।’

তিনি আরও বলেন, ‘মাত্র পাঁচ মাস আগে পাবলিকলি আমার ফোন নম্বর প্রকাশ করে, ওপেনলি আমাকে লাইফ থ্রেড দিল… তখন আপনাদের “মানবতা আর শিল্পী সত্তা” কই ছিল ভাই! সিলেকটিভ সিমপ্যাথি… হিপোক্রেসি বলে এটাকে!’ 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!