• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১,

নারীরা কীসে আটকায়, যা বললেন তারকারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৯:১১ পিএম
নারীরা কীসে আটকায়, যা বললেন তারকারা

কিছুদিন আগে স্ত্রী সোফিয়ার সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্বের প্রভাবশালী এ ব্যক্তির বিয়েবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ট্রেন্ড হচ্ছে, যেখানে অনেককেই প্রশ্ন করতে দেখা যায়, নারী আসলে কীসে আটকায়? আর এ প্রশ্নের উত্তর দেয়া থেকে বাদ যাচ্ছেন না শোবিজের তারকারাও। সম্প্রতি এ নিয়ে মন্তব্য জানিয়েছেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস, চিত্রনায়িকা ইয়ামিন হক ববি, তমা মির্জা, সোহানা সাবা ও নুসরাত ফারিয়া।

বুধবার (০৯ আগস্ট) ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইলে একটি পোস্টার পোস্ট করেন চিত্রনায়িকা ববি। সেখানেই তাদের মন্তব্য দেখা যায়। পোস্টারে দেখা যায় অপু বিশ্বাস বলেছেন, ‘নারীরা প্রথমত আটকায় ভালোবাসায়। ভালোবাসার বন্ধনে নারী আটকে যায়। এরপর বিশ্বাস আর সম্মানে সম্পর্ক টিকে থাকে। একটি সম্পর্কে এগুলো যখন থাকবে না, তখন অন্যকিছু দিয়ে আটকে রাখা সম্ভব নয়। টাকা কিংবা ক্ষমতার মোহ শুধু নারীর নয়, পুরুষেরও থাকে। তবে আমি মনে করি, এটি নির্দিষ্ট একটা সময়ের জন্য। এরপর মোহ ভঙ্গ হয়। কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান থাকলে সে সম্পর্ক কখনো নষ্ট হয় না।’

ববি বলেছেন, ‘মায়ায় নারী আটকে থাকে। মায়ার টানে দুজনের সম্পর্ক টিকে থাকে। এটি যখন উঠে যায় তখন অন্য কিছুর জন্য সম্পর্ক থাকে না। নারী মায়ায় আটকে যায়।’

চিত্রনায়িকা তমা মির্জা বলেছেন, ‘নারীর কমিটমেন্ট অনেক শক্তিশালী। কমিটমেন্টে নারী আটকায়। আমি মনে করি কমিটমেন্ট আর ভালোবাসায় নারী আটকে যায়।’

অভিনেত্রী সোহানা সাবা বলেছেন, ‘ছেলে হোক আর মেয়ে—শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করবেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তা হলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

এদিকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নারীর আটকে যাওয়া নিয়ে বলেছেন, ‘একটি মেয়ে সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।’

Link copied!