ওয়েব সিরিজ হচ্ছে ব্লু ফিল্ম চালাবার পাঁয়তারা : সানী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৯:৪৫ এএম
ওয়েব সিরিজ হচ্ছে ব্লু ফিল্ম চালাবার পাঁয়তারা : সানী

ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী বলেছেন, ওয়েব সিরিজ হচ্ছে ব্লু ফিল্ম চালাবার পাঁয়তারা। বুধবার (১০ মে) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

নাম উল্লেখ না করে সানী নিজের ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, “ওয়েব সিরিজে যা দেখলাম তাতে মনে হচ্ছে ব্লু ফিল্ম চালাবার একটা পাঁয়তারা। আর এটা যদি হয় শৈল্পিক, তাহলে ময়ূরী, মুনমুনদের কিছু পরিচালক ল্যাংটা বলতেন। আর এখন কী দেখছেন, গাধার বাচ্চা। পেছনে ফিরে তাকাই।”

এর আগের দিন মঙ্গলবার (৯ মে) তিনি শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিতে ওপার বাংলার টিভি অভিনেত্রী ইধিকা পালের অন্তর্ভুক্তি বিষয়ে ফেসবুকে নিজের ভাবনা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রিয়তমা বলতে আমি বুঝি সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমাকে। কিন্তু এখনকার ‘প্রিয়তমা’ দেখে আমি একপ্রকার হতাশ।”

চলচ্চিত্রসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে মন্তব্য করে নিয়মিত আলোচনায় থাকেন ওমর সানী। তবে তাকে সর্বশেষ শুটিংয়ে দেখা গেছে জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়। 

Link copied!