মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সংবাদে মার্কিন নাগরিকের একাংশ যেমন খুশি, অন্য অংশ তেমন নারাজ। অনেকেই কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে চেয়েছিলেন। তাই ভোটের ফলাফলে দুই রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে হলিউড তারকাদের মধ্যে। কেউ ট্রাম্পের পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছিলেন, আর কেউ ছিলেন কমলা হ্যারিসের সমর্থনে।
ট্রাম্পের বিশাল বিজয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় পডকাস্টার জো রোগান, অভিনেতা-কমেডিয়ান রাসেল ব্র্যান্ডসহ অনেকে। তবে ট্রাম্পের জয়ে হতাশা প্রকাশ করা তারকার সংখ্যাই দেখা গেছে বেশি। হলিউডের বেশিরভাগ তারকাকেই কমলার পক্ষে নিজেদের সমর্থন রাখতে দেখা গেছে। তাই কমলার হার মেনে নিতেও কষ্ট হচ্ছে অনেক তারকার।
কমলার পরাজয়ে আক্ষেপ করছেন র্যাপার কার্ডি বি। ইনস্টাগ্রামে বেশ কিছু ভিডিও পোস্ট করে কার্ডি বি বলেন, ‘আমি জানি তিনি (কমলা) এখন মানসিকভাবে কঠিন সময়ে আছেন। তবে ফলাফল যা-ই হোক, কোটি কোটি মানুষ তাকে নিয়ে গর্বিত। সারা বিশ্বের নারীরা তাকে নিয়ে গর্বিত।’
ট্রাম্পের সমালোচনা করে অভিনেত্রী লিলি রেইনহার্ট টুইট করেছেন, ‘ট্রাম্পের কাছে যৌন হেনস্থার শিকার হওয়া নারীদের কথা ভুলতে পারছি না।
এক হেনস্থাকারীকে লাখ লাখ মানুষ ভোট দিচ্ছে, এটা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’
অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমি গর্বিত এবং চিরকাল গর্বিত থাকবো।’
‘ওয়ান ট্রি হিল’ অভিনেত্রী সোফিয়া বুশও আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, ‘ট্রাম্পকে আবারও ক্ষমতায় নিয়ে আসার জন্য আমেরিকাবাসীকে অভিনন্দন। কিন্তু আপনাদের বাড়ির নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। আমার হৃদয় ভেঙে গেছে।’
মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে ২৭০ ভোট পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হন একজন প্রার্থী। ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি।