• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

বিয়ের চার মাসে জমজ সন্তান, আলোচনায় নয়নতারা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০৬:০৩ পিএম
বিয়ের চার মাসে জমজ সন্তান, আলোচনায় নয়নতারা!

দক্ষিণি অভিনেত্রী নয়নতারা আজ থেকে প্রায় চার মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই অভিনেত্রীর স্বামী বিগনেশ শিবান। এই খবরের চেয়ে বড় খবর হলো বিয়ের চার মাস না পেরোতেই যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী।

এই খবর প্রকাশ করেন অভিনেত্রীর স্বামী বিগনেশ। গত ৯ অক্টোবর নিজের ইনস্টাগ্রামে দুই পুত্রসন্তানের ছবি পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। তারপরই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

অনেকেই প্রশ্ন তোলেন বিয়ের চার মাসের মাথায় কি করে সন্তান জন্ম দিলেন নায়িকা। বিয়ের আগে অনৈতিক সম্পর্কের দিকে আঙুল তোলেন একটি অংশ। এদিকে  বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।

শোনা যাচ্ছে, ভারতীয় সংবিধানের নিয়ম মেনে আদতেও সারোগেসি হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে তামিলনাড়ু সরকার। এ ব্যাপারে অবশেষে মুখ খুলেছেন ভিগনেশ। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনারা সব জানতে পারবেন সঠিক সময়ে। একটু ধৈর্য ধরুন সকলে।’

এর আগে, চেন্নাইয়ে সংবাদিকদের মুখোমুখি হওয়া তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ানকে প্রশ্ন রাখা হয়, চার মাসে আগে যে দম্পতি বিয়ে করেছেন, তারাও কি সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভ করতে পারবেন? জবাবে মন্ত্রী স্পষ্ট জানান, ডিরেক্টরেট অব মেডিকেল সার্ভিসের পক্ষ থেকে এ নিয়ে তদন্ত হবে এবং ব্যাখ্যা চাওয়া হবে।

ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে বিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। তারপর ৭ বছর প্রেম করেন। চলতি বছরের ৯ জুন আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন এই দম্পতি। এর ঠিক তার চার মাসের মাথায় গত ১০ অক্টোবর যমজ পুত্রসন্তানের মা হয়েছেন নয়নতারা।

Link copied!