• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘ইত্যাদি’তে এসময়ের আলোচিত ৩ অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০৬:৫৬ পিএম
‘ইত্যাদি’তে এসময়ের আলোচিত ৩ অভিনেত্রী

দশকের পর দশক ধরে বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় সেরা আকর্ষণ হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতিবারের মতো এবারও ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘ইত্যাদি’।

এবারের ঈদের ‘ইত্যাদি’তে একটি পর্বে এক সঙ্গে থাকছেন তিন জনপ্রিয় তারকা অভিনয়শিল্পী। তারা হলেন, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক ব্যাধি বিষয়টি নিয়ে এবারের ইত্যাদিতে অনেকগুলো পর্ব থাকছে। মরণব্যাধি ক্যানসার যেমন, তেমন কিছু কিছু সামাজিক ব্যাধি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। তা দূর করতে সবার আগে আমাদের মানসিকতা পরিবর্তন ও সমাজের বৈষম্য দূর করতে হবে। ঈদের ‘ইত্যাদি’র বিভিন্ন অংশে এ বার্তাই থাকছে দর্শকদের জন্য।

অভিনয়ের মাধ্যমে সচেতনতামূলক বিষয়গুলো বার্তা তুলে ধরেছেন এই ৩ জনপ্রিয় অভিনেত্রী। উপস্থিত দর্শকদের মাঝ থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৩ দর্শক তারকাদের সঙ্গে তাৎক্ষণিক অভিনয় করেছেন। তা হয়েছে প্রাণবন্ত ও উপভোগ্য।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!