• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার মাদক নিয়ে আইনি ঝামেলায় জনি ডেপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৪:৩৫ পিএম
এবার মাদক নিয়ে আইনি ঝামেলায় জনি ডেপ

খুব বেশিদিন হয়নি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘিরে আইনি জটিলতা শেষ করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার নতুন করে আবারও আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন তিনি।

জনি ডেপের বিরুদ্ধে এবার একগুচ্ছ অভিযোগ নিয়ে আদালতে গেছেন তার কয়েক জন দেহরক্ষী এবং কর্মী। তাদের অভিযোগ, বেআইনি মাদক কিনে আনার জন্য জোরাজুরি করেন জনি। তাদের ঠিক মতো বেতন বা ওভারটাইম দেন না। উল্টো নিয়মিত দুর্ব্যবহার করা হয় তাদের সঙ্গে।  

আরেওলা এবং সাঞ্চেজ নামে দুই দেহরক্ষীর দাবি, কাজ করালেও তাদের ওভারটাইম দেননি জনি। এমনকি খাটাখাটনির পর খাবারদাবার বা বিন্দুমাত্র বিশ্রামও মেলে না তাদের।

জনির বিরুদ্ধে তাদের আরও অভিযোগ যে সব গাড়িতে করে বেআইনি মাদক এবং শিশুদের নিয়ে আসতে হয়, সেগুলিকে চালানোর কাজও করতে হয় তাঁদের।

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!