বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অশ্রু সিক্ত চিত্রনায়িকা শাবনূর। সোমবার (৮ জুলাই) মর্মান্তিক এ ঘটনাকে স্মরণ করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন নন্দিত এই অভিনেত্রী।
এদিন নিজের অশ্রু ভরা চোখের একটি ছবির সঙ্গে রথযাত্রার একটি ছবি পোস্ট করেন শাবনূর। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।
এছাড়া লেখার সঙ্গে কান্না ও প্রার্থনার দুটি ইমোজি জুড়ে দিয়েছেন শাবনূর। জানিয়েছেন আহত ও নিহত পরিবারের প্রতি সমবেদনা।
রোববার ছিল সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। এদিন পূণ্য লাভের আশায় বগুড়ায় হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথের রশি টেনে নিয়ে মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন।
কিন্তু আনন্দের এই রথযাত্রা মুহূর্তেই পরিণত হয় শবযাত্রায়। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৩৫ জন।
২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর। এই সিনেমায় ফেরদৌস আহমেদ ও শাকিল খানের বিপরীতে অভিনয় করেন তিনি। শুধু তা-ই নয়, এতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও মনির খানও।
 
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    































