• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

হামাসের বিরুদ্ধে যুদ্ধে গেলেন টেইলর সুইফটের দেহরক্ষী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৫:৩৭ পিএম
হামাসের বিরুদ্ধে যুদ্ধে গেলেন টেইলর সুইফটের দেহরক্ষী
যুদ্ধে গেলেন টেইলর সুইফটের দেহরক্ষী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন গায়িকা টেইলর সুইফটের ‘দ্য এরাস ট্যুর’-এ নিরাপত্তার দায়িত্ব পালন করা ইসরায়েলি যুবক ফিলিস্তিনের সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই করতে চাকরি ছেড়ে যুদ্ধে যোগ দিয়েছেন। ইসরায়েল টুডের সাংবাদিক ইরনা সুইসা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্যারাইটি ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেই যুবকের জন্ম ইসরায়েলের কিবুটজে। দীর্ঘদিন ধরে টেইলর সুইটের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করে আসছিলেন। চাকরিসূত্রে আমেরিকাতেই বসবাস করতেন। কিন্তু চাকরি ছেড়ে নিজের দেশে ফিরে যুদ্ধে যোগ দিয়েছেন তিনি। তবে, তার নাম গোপন রাখা হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে টেইলর সুইফের নিরাপত্তারক্ষী ইরনাকে জানান, আমি দারুণ একটি চাকরি পেয়েছিলাম এবং এই কাজটি করতে ভীষণ ভালোবাসি আমি। সে (টেইলর সুইফট) আমার পরিবার এবং বন্ধু। সেখানে আমার সুন্দর একটি বাড়ি ছিল।তিনি আরও জানান, এসব ছেড়ে দেশে ফিরে আসার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু পরিবারগুলোকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার সময়ে পাশে ছিলাম না আমি। আর এটা করা হয়েছে শুধু ইহুদি বা ইসরায়েলি হওয়ার জন্য।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলি সৈন্যদের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ফিলিস্তিনের গাজার আল-আহলি আল-আরবি হাসপাতালে মঙ্গলবার(১৭ অক্টোবর) রাতে ভয়াবহ হামলা হয়েছে। এতে অন্তত ৫০০ ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলার পর ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব।

Link copied!