হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তানজিন তিশা লেখেন, “গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। গতকাল আমার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল। যার কারণে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে অনেকের ফোনকল রিসিভ করতে পারিনি।”
এ সময় বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আলহামদুলিল্লাহ! এখন অনেকটা ভালো বোধ করছি। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, এ জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।”
জানা গেছে, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। গতকাল তীব্র জ্বর ও প্রচণ্ড শরীর ব্যথায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন তিনি। তবে কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এই অভিনেত্রী তা জানাননি।