• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

নতুন মোহময়ী রূপে তামান্না, প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৬:১৪ পিএম
নতুন মোহময়ী রূপে তামান্না, প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা
অভিনেত্রী তামান্না ভাটিয়া । ছবি: ভিডিও থেকে

নতুন মোহময়ী রূপে হাজির হলেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া । ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’গানে দেখা গেল নতুন এক তামান্নাকে। যার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত ও অনুরাগীরা।
কেউ বলছেন, ‘তামান্না সেই নারী যাকে নিয়ে কবিতা লেখা হয়।’ আবার কেউ বলছেন, ‘একবিংশ শতাব্দীর নতুন হেলেন তামান্না।’

অধিকাংশ ভক্তের ভাষ্য, বলিউডে কারিনা কাপুরের হাত ধরে যে জিরো ফিগার ধারা শুরু হয়েছিল, তারই যোগ্য উত্তরসূরী তামান্না। শ্রোতাদের তিনি শরীরকে ভালোবাসতে উৎসাহ জুগিয়েছেন। বালিঘড়ির মতো ফিগারে মন কেড়েছেন সবার।

সব মিলিয়ে, আজ কি রাত লুকটি এই তারকার ক্যারিয়ারে সবচেয়ে বেশি গ্ল্যামারাস চেহারা হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাকে নতুন ‘ইট অ্যান্ড হিট’ গার্ল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তামান্নার নাচ নিয়ে  ‌আজ কি রাত গানের নৃত্য পরিচালক বিজয় গাঙ্গুলি বলেন, ‘আমরা যখন গানটি শুনেছিলাম, তখন কী করতে হবে, কোথায় করতে হবে এবং কীভাবে এটি বাস্তবায়ন হবে—সেসব চিন্তা করেছি। গানটিতে অনেক গল্প আছে, এবং আপনি যখন সিনেমাটি দেখবেন, তখন আপনি এর পেছনের কারণগুলো বুঝতে পারবেন।’

জানা যায়, গানটির আউটডোর শুটিং হয়েছে ভারতের মধ্যপ্রদেশের ভুপাল অঞ্চলে। যেখানে তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস।
 

Link copied!