নিউ ইয়র্কে বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন শো মেট গালা অনুষ্ঠিত হয়েছে সোমবার (১ মে)। এ আসরের রেড কার্পেটে তারকারা তাদের সাজ দিয়ে উষ্ণতা ছড়িয়েছেন। এবারের আয়োজনে হাজির ছিলেন হলিউড বলিউডের অনেক তারকা। চলুন দেখে নেই তাদের কজনের সাজ।

লাল রংয়ের পোশাকে মেট গালায় হাজির ছিলেন হলিউডের লাস্যময়ী সালমা হায়েক।

গোলাপি ও রুপালি গাউনের আদলে শাড়ি পরে এ ইভেন্টে অংশ নেন নওমি ক্যাম্পবেল।

কিম কার্দাশিয়ানকে এবার দেখা গেছে একটি ক্রিম কালারের পোশাকে।

কালো ও গোলাপি পোশাকে ইভেন্টে অংশ নেন জেনিফার লোপেজ।

ফ্যাশন শোতে এ বছর অভিষিক্ত হয়েছেন বলিপাড়ার তারকা আলিয়া ভাটের। তার পরনে ছিল সাদা গাউন।

এই নিয়ে মেট গালায় তৃতীয়বার অংশগ্রহণ করেলেন প্রিয়াঙ্কা চোপড়া। কালো পোশাকে উত্তাপ ছড়ান তিনি।