• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ইতালির চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৬:১৮ পিএম
ইতালির চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’
ছবি: সংগৃহীত

ইতালির ট্রেন্টো শহরে শুরু হয়েছে ২৬তম ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল’। এ উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র সাঁতাও। শনিবার (১৬ সেপ্টেম্বর)  স্থানীয় সময় রাত ৯টায় প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। সাঁতাও চলচ্চিত্রের নির্মাতা খন্দকার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি ভারতের দ্বিতীয় ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’য়, রাশিয়ার ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়। এছাড়া ২১তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’ সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি।

এর আগে ‘সাঁতাও’ ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’-র আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা প্রযোজনা পরিকল্পনা’ পুরস্কারে পুরস্কৃত হয়। পাঁচ মার্চ ভারতের কেরেলা প্রদেশের ত্রিশুল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশুল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এর আগে ছবিটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল।

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’। 

Link copied!