• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হঠাৎ ফতুল্লা থানায় অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ১১:০০ এএম
হঠাৎ ফতুল্লা থানায় অপু বিশ্বাস
অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হঠাৎ করেই গেলেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে নীরবে থানায় আসেন  তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া সংবাদমাধ্যমকে জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে গেলেন।

ওসি নূরে আজম আরও জানান, ঢাকায় চাকরি করাকালীন সময় থেকেই তার সঙ্গে পরিচয়। এছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো বলে জানান তিনি।

সম্প্রতি ঢাকাই সিনেমার অভিনেতা স্বামী শাকিব খানের সঙ্গে তিক্ততা ভুলে পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে দেখা যায় তাদের। এই কারণে আবারও আলোচনায় শাকিব-অপু জুটি।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন তারা।

Link copied!