• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলা ছবিতে এ রকম ‘বোল্ড’ ও ‘বিস্ফোরক’ যৌন দৃশ্য আগে দেখা যায়নি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৩:০৭ পিএম
বাংলা ছবিতে এ রকম ‘বোল্ড’ ও ‘বিস্ফোরক’ যৌন দৃশ্য আগে দেখা যায়নি

কলকাতার সিনেমা জগতে নতুন চমক নিয়ে আসছে ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’। আগামী ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে জয়ব্রত দাশ পরিচালিত এই ছবি, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।

অভিনব কাহিনি ও সাহসী উপস্থাপনার কারণে ছবিটি ইতিমধ্যেই আলোচনায়। জানা গেছে, ৫৪টি দৃশ্য পরিবর্তনের পরও ছবিটিকে ‘অ্যাডাল্ট’ সনদ দিয়েছে ভারতের সেন্সর বোর্ড—যা সাম্প্রতিক সময়ে টলিউডে বিরল ঘটনা।

সম্প্রতি কলকাতায় ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও অভিনয়শিল্পীরা। আয়োজনে পায়েল বলেন, “ইটস আ ভেরি অ্যামাজিং কনসেপ্ট। এ ধরনের পাল্প থ্রিলার আমরা বাংলায় আগে দেখিনি। তাই সিনেমাটির অংশ হতে চেয়েছি।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়, যিনি ট্রেলার দেখে ছবির প্রশংসা করেন এবং বলেন, টলিউডে এমন সাহসী প্রচেষ্টা খুবই ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

পরিচালক জয়ব্রত দাশ জানান, ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন বন্ধুকে নিয়ে নিজেদের পুঁজিতে চার বছর ধরে ছবিটির কাজ করেছেন তারা। মাঝপথে একাধিকবার বন্ধ হয়ে গেলেও আবার ফান্ড সংগ্রহ করে কাজ শুরু করেন।

অপরাধ, প্রতারণা ও প্রলোভনের জটিল গল্প নিয়ে তৈরি এই সিনেমার কাহিনি ঘুরে বেড়ায় এক বিরল অ্যান্টিক মদের বোতল ঘিরে। সেটিকে ঘিরে একের পর এক ঘটে চুরি, বিশ্বাসঘাতকতা ও রোমাঞ্চকর ঘটনার মোড়।

ছবিটিতে পায়েল সরকারের পাশাপাশি অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, ঋষভ বসু, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অমিত সাহা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অঞ্জন রায় চৌধুরী এবং রানা বসু ঠাকুর।

নির্মাতার ভাষায়, “এটি একটি পাল্প অ্যাকশন থ্রিলার। কুইন্টিন ট্যারান্টিনোর প্রতি ভালোবাসা থেকেই প্রেরণা নিয়েছি। তবে থ্রিলারের পাশাপাশি এখানে রয়েছে হাস্যরসের সঠিক মিশেল, যা বাংলা দর্শকের জন্য একদম নতুন অভিজ্ঞতা হবে।”

টলিপাড়ায় গুঞ্জন, বাংলা সিনেমায় এতটা ‘বোল্ড’ ও ‘বিস্ফোরক’ দৃশ্যের সংমিশ্রণ আগে খুব একটা দেখা যায়নি। ফলে এখন দর্শকদের আগ্রহ—১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর সত্যিই কি ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ টলিউডের নিয়ম ভাঙবে?

Link copied!