• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফের হাসপাতালে ক্যানসারে আক্রান্ত দীপিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১০:২০ পিএম
ফের হাসপাতালে ক্যানসারে আক্রান্ত দীপিকা

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এপ্রিল মাসে তার যকৃতে ক্যানসার ধরা পড়ে। তখন থেকে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। কয়েক মাস আগে অস্ত্রোপচারও হয়, ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। কিন্তু সম্প্রতি আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিতে হয়। 

সম্প্রতি দীপিকা জানিয়েছিলেন, তার ‘টার্গেট থেরাপি’ শুরু হয়েছে। এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি বমিভাব, মাথা ঘোরা এবং চুল পড়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন। বলেছিলেন, অস্ত্রোপচারের পর থেকে জীবন একেবারেই বদলে গেছে, আগের মতো আর কাজের শক্তি পান না।

প্রতি দুই মাস অন্তর তাকে হাসপাতালে যেয়ে রক্ত নিতে হয়, সঙ্গে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করতে হয়। আর বিষয়টি নিয়ে তার স্বামী শোয়েব ইব্রাহিমও বেশ উদ্বিগ্ন।

সম্প্রতি শোয়েব হাসপাতাল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দীপিকাকে কিছুটা ক্লান্ত ও চিন্তিত দেখা যায়। শোয়েব জানিয়েছেন, আপাতত দীপিকার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকেরা আশাবাদী।
 

Link copied!