• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মুগ্ধতা ছড়াচ্ছে সোহানা সাবা’র নতুন ছবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ০৮:৩৯ পিএম
মুগ্ধতা ছড়াচ্ছে সোহানা সাবা’র নতুন ছবি
জলে ভেজা সোহানা সাবা

ফেসবুকে মুগ্ধতা ছড়াচ্ছে গ্লামার গার্ল সোহানা সাবা‘র কিছু নতুন ছবি।  ইংরেজি নতুন বছরের প্রথম দিনই জলে ভেজা সোহানা সাবা নিজেকে নতুন করে চেনালেন। স্নানরত সোহানা সাবা নেটিজেনদের নজর কেড়েছেন।

 ফেসবুকে বেশ কিছু স্নানরত ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন ‘হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।’

সোহানা সাবা ছোট পর্দা, ওটিটি ও বড় পর্দায় অভিনয় অভিনয় করছেন সমান তালে। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন এই গ্লামগার্ল। সর্বশেষ তার অভিনীত নতুন সিনেমা ‘অসম্ভব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস।
 

Link copied!