• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

রাতে ঢাকায় গাইবেন অনুপম রায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৩, ০২:২৮ পিএম
রাতে ঢাকায় গাইবেন অনুপম রায়

কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ঢাকায় ‘ম্যাজিকেল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

বুধবার (৫ জুলাই) দুপুরে ঢাকায় এসেছেন অনুপম রায়। পরে রাতে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

ট্রিপল টাইম কমিউনিকেশনসের পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম জানান, অনুপম রায়ের সঙ্গে একই ফ্লাইটে কলকাতার ব্যান্ড তালপাতার সেপাই-এর সদস্যরাও এসেছে।

অনুপম রায় ও তালপাতার সেপাই ছাড়া কনসার্টে অর্ণব, মেঘদল ও হাতিরপুল সেশনসের পরিবেশনা রয়েছে।

অনুপম রায় সাংবাদিকদের জানান, বাংলার মাটিতে পা রাখতে পেরে গর্বিত এ গায়ক। তিনি আরও বলেন, ‘‘এ দেশের সংস্কৃতি আমাদের ভেতরে আছে। যতবার আহ্বান পাই ততবারই ভাবি আরও একবার সুযোগ পাই এই মাটিতে পা রাখার। এখানের শহরগুলোতে একটু হেঁটে বেড়াবা।’’

অনুপম রায় আরও বলেন, ‘‘বাংলাদেশের শ্রোতাদের সামনে গান গাইতে পারা  তার জন্য সব সময়ের আনন্দের। শ্রোতাদের সামনে আলোচিত বাংলা গানগু‌লোই আজ গাওয়ার পরিকল্পনা রয়েছে তার।’’

ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, বিকেল ৫টার দিয়ে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা রয়েছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!