• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিজেই স্বামীকে ধরিয়ে দিয়েছিলেন পুলিশে, এবার সেই স্বামীর কাছেই ফিরছেন অভিনেত্রী মানসী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৬:৫১ পিএম
নিজেই স্বামীকে ধরিয়ে দিয়েছিলেন পুলিশে, এবার সেই স্বামীর কাছেই ফিরছেন অভিনেত্রী মানসী

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি আবারও আলোচনায়। কিছুদিন আগেই তিনি নিজের স্বামী, পরিচালক আদিবাসী মিজান–এর বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনে পুলিশে খবর দিয়েছিলেন। কিন্তু এবার সেই স্বামীর কাছেই ফিরছেন অভিনেত্রী।

বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে থাকা মানসী সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে জানান, স্বামীর বিরুদ্ধে করা অভিযোগগুলো ভুল বোঝাবুঝি ও তৃতীয় পক্ষের প্ররোচনায় ঘটেছিল।

লাইভে কণ্ঠ ধরে রাখতে না পেরে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি বুঝতে পেরেছি, বিষয়টা পারিবারিকভাবেই মীমাংসা করা যেত। ফেসবুকে লাইভে এসে কথা বলায় আমি আমার স্বামীর সম্মানহানি করেছি। আজ লাইভে এসেই আমি তার সম্মান ফেরানোর চেষ্টা করছি।”

এর আগে একাধিক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন মানসী। গত ২৪ জুলাই এক পোস্টে তিনি লিখেছিলেন, “কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা, সে বাচ্চার বাবা হওয়ারও যোগ্যতা রাখে না। একজন প্রেগন্যান্ট বউকে ঘরে একা রেখে বারে গিয়ে মদ খাওয়া—এ কেমন স্বামী!”

পরে সেই অভিযোগের ভিত্তিতে ৯৯৯–এ ফোন করে পুলিশে খবর দেন তিনি। ফলে পরিচালক আদিবাসী মিজানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে সময়ের পরিক্রমায় মানসী বুঝতে পারেন, বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছিল।

নতুন লাইভে তিনি আরও বলেন, “আমার স্বামী আদিবাসী মিজানের বাইরে আপাতত অন্য কোনো পরিচালকের সঙ্গে কাজ করব না। তিনি যদি চান, তখনই অন্য কারও সঙ্গে কাজ করার কথা ভাবব।”

মানসী বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে থাকলেও তার হাতে রয়েছে একাধিক কাজ। সম্প্রতি তিনি ‘দুই বউ বয়রা’ ও ‘বেক্কল না সোজা’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এছাড়া বড় পর্দায় তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘শেষ কথা’, ‘যন্ত্রণা’ ও ‘জল শ্যাওলা’। মুক্তির অপেক্ষায় আছে নতুন ছবি ‘রং রোড’।

অভিনয় জীবনের শুরুতে গ্ল্যামারাস চরিত্রে দেখা গেলেও এখন মানসী প্রকৃতি নিজের অবস্থান বদলেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বারবার শিরোনামে আসা এই অভিনেত্রী এবার শান্তি ও পারিবারিক স্থিতি ফেরাতে চান—নিজের ভাষায়,

“ভুল বুঝে যা করেছি, এবার ঠিক বুঝে জীবনটা নতুন করে শুরু করতে চাই।”

Link copied!