• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শুভশ্রীর জন্মদিনে সব বলে দিলেন অঙ্কুশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:১৩ পিএম
শুভশ্রীর জন্মদিনে সব বলে দিলেন অঙ্কুশ

বক্স অফিসে সাড়া জাগানো ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর মাধ্যমে টলিউড পেয়েছিল এক নতুন জুটি। অঙ্কুশ হাজরা এবং শুভশ্রী গাঙ্গুলী। ছবির পর্দায় তাদের রসায়ন দর্শক-হৃদয়ে আজও অমলিন। যদিও সেই ছবির পর কেটে গেছে এক দশক, একসঙ্গে আর কোনো ছবিতে দেখা যায়নি তাদের। তবে কাজের সূত্রে যে বন্ধুত্ব গড়ে উঠেছিল, তা আজও রয়ে গেছে অটুট।

মঙ্গলবার (৩ নভেম্বর) ছিল শুভশ্রীর জন্মদিন। এই বিশেষ দিনে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্ধুর কাজের প্রতি শ্রদ্ধা জানালেন অঙ্কুশ। তার মতে, শুভশ্রীর যেই বিষয়টা তাকে সবচেয়ে বেশি টানে, তা হলো তার অগাধ পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠা।

ভারতীয় গণমাধ্যমকে অঙ্কুশ বলেন, ‘শুভশ্রীর যেই বিষয়টা আমার সবচেয়ে বেশি লাগে, তা হল পরিশ্রম। কাজের প্রতি তার অগাধ নিষ্ঠা। সে জীবনে অনেক সাফল্য পেয়েছে। সুপারস্টার তকমা পেয়েছে। তবু কাজ নিয়ে আগ্রহ কমেনি। অনেকে কাজের থেকে বেশি জনপ্রিয়তা বা সুযোগসুবিধা পেতে বেশি আগ্রহী হয়। কিন্তু শুভশ্রী একেবারে উল্টো। শুধু মন দিয়ে অভিনয় করে যেতে চায়।’

অঙ্কুশের কথায়, ‘শুভশ্রীর সঙ্গে আমার বন্ধুত্বের আরও বড় একটা কারণ হল আমরা একই শহরের। আমাদের যাত্রাটাও একই রকম। তাই আজও আমরা আমাদের শিকড়কে ভুলিনি। ও সুপারস্টার তকমা পাওয়ার পরেও নিজের সংগ্রামটা ভুলে যায়নি। আমিও তাই। সেই জায়গা থেকে আমাদের বন্ধুত্বটা আরও দৃঢ় হয়েছে। আমাদের দেখে মনে হয় যেন আমরা চার-পাঁচটা ছবি একসঙ্গে করে ফেলেছি। অথচ করেছি মাত্র একটা।’

অভিনেতার ভাষ্যে, ‘আমাদের একটা ছবির শুট হয়েছিল ‘পাখি’ কিন্তু দুর্ভাগ্য়বসত সেটা মুক্তি পায়নি। সত্যি বলতে এখন তার সঙ্গে ছবি করলে আর ‘আমি শুধু চেয়েছি তোমায়’এর মতো ছবি করলে হবে না। কারণ দর্শকের পছন্দ বদলেছে। তারা এখন নানা ধরনের ছবি দেখে অভ্যস্ত। তাই তাদের পাতে সময়োপযোগী কিছু তুলে দিতে হবে।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!