নাচ, নির্মাণের বাইরে সেন্স অব হিউমারের জন্যও বেশ পরিচিত ফারাহ খান। সম্প্রতি কাজল এবং টুইঙ্কল খান্নার টক শো ‘টু মাচ উইথ কাজল এবং টুইঙ্কল’-এ উপস্থিত হয়ে অনন্যা পাণ্ডেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের এই পরিচালক।
সদ্য অন্তর্জালে আসা শোটির প্রমোতে দেখা গেছে, ফারাহ খান অনন্যা পাণ্ডের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। পাশাপাশি পুরোনো কাসুন্দিও ঘেঁটেছেন তিনি।
শুধু তা-ই নয়, টুইঙ্কেলের প্রাক্তন প্রেম থেকে চাঙ্কি পাণ্ডের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে জলঘোলা, কোনো কিছুই বাদ দেননি তিনি।
অনন্যার দিকে ইঙ্গিত করে ফারাহ খান বলেন, ‘সে আজকে আমার মেয়ে থাকত। কারণ, চাঙ্কি পাণ্ডে আমার ক্রাশ ছিল’। যা শুনে চমকে ওঠেন অনন্যা। ফারাহর কথা বুঝে উঠতে খানিক সময় লাগে তার।
শুধু তা-ই নয়, ছবির সেটে অনন্যাকে কাঁদিয়ে ছেড়েছেন ফারাহ, কান্নায় সেট ছেড়ে চলে গিয়েছিলেন নায়িকা।
এর জবাবে ফারাহ আরো বলেন, ‘আমি যে নায়িকাকেই কাঁদাই, তারা বড় তারকা হয়ে যায়। ক্লিপটিতে ফারাহ এবং অনন্যাকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে তাদের মতামত ভাগ করে নিতে দেখা গেছে।
অনন্যা বলেন, ‘প্রথম প্রজন্মই মানসিক স্বাস্থ্যকে আলিঙ্গন করছে। তবে ফারাহ ভিন্ন বলে মনে হয়েছিল এবং যোগ করেছেন, যখনই আপনাকে কোনো কিছু থেকে বেরিয়ে আসতে হবে, এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা।’
শোতে ‘কাল হো না হো’ থেকে ‘ইটস দ্য টাইম টু ডিস্কো’-এর হুক স্টেপও পারফর্ম করতে দেখা গেছে চার জনকে। যার কোরিওগ্রাফি করেছিলেন ফারাহ নিজেই।
ফারাহ খান এবং অনন্যা পাণ্ডেকে নিয়ে কাজল ও টুইঙ্কেলের শো-এর নতুন পর্বটি আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রাইম ভিডিওতে প্রচারিত হবে


































