• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নতুন সিনেমা ‘ওমর’-এর নায়ক শরিফুল রাজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০১:৪১ পিএম
নতুন সিনেমা ‘ওমর’-এর নায়ক শরিফুল রাজ
‘ওমর’ সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমায় তুমুল সাফল্যের পর দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি অভিনেতা শরিফুল রাজকে। ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে তার। অবশেষে সিনেমা নিয়ে আবারও আলোচনাতে এসেছেন রাজ।

জানা গেছে, নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ। সিনেমার নাম ‘ওমর’, যার নির্মাতা মোস্তফা কামাল রাজ। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

এ প্রসঙ্গে নির্মাতা মোস্তফা কামাল রাজ দেশের একটি গণমাধ্যমকে বলেন, “ওমর’ সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি, তার সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।”

জানা গেছে, ‘ওমর’ নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায় মাস্টার কমিউনিকেশনস-এর ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

Link copied!