• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জ্বরে ভুগছেন শাকিব-সোনাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ১২:৪৪ পিএম
জ্বরে ভুগছেন শাকিব-সোনাল
শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় নতুন সিনেমা ‘দরদ’ এর শুটিংয়ে বর্তমানে ভারতে ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। সিনেমার শুটিং নিয়ে যখন বেশ আগ্রহে শাকিব ভক্তরা ঠিক তখনই ‘দরদ’ সিনেমার সেটে এলো দুঃসংবাদ। ভাইরাস জ্বরে ভুগছেন শাকিব খান ও সিনেমার অভিনেত্রী সোনাল চৌহান। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে অনন্য মামুন লেখেন, ‘ইউনিটের ৭০ শতাংশের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল সবার। আমার নিজের ১০২। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।’

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লিখিয়েছেন শাকিব। ভারতের বেনারসে গত মাসের শেষের দিকে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে।

‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

Link copied!