• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সেরার মুকুটের দৌড়ে এগিয়ে শাহরুখের ‘জওয়ান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০২:৫৫ পিএম
সেরার মুকুটের দৌড়ে এগিয়ে শাহরুখের   ‘জওয়ান’
‘জওয়ান’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকেই হিন্দি সিনেমার সকল রেকর্ড ভেঙে দিচ্ছেন শাহরুখ খান অভিনীত  ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটি সেরাদের দৌড়ে দাপিয়ে বেড়াচ্ছে। মুক্তির পর থেকেই বলিউডের নতুন ইতিহাস গড়ে যাচ্ছে  অ্যাটলি কুমার পরিচালিত অ্যাকশন ড্রামা ‘জওয়ান’।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জওয়ানের আয় হিন্দি, তামিল আর তেলুগু মিলিয়ে ১৪ কোটি। সোমবারেও (১৮ সেপ্টেম্বর) তা ছিল ১৬.২৫ কোটি। এদিকে ১৩ দিনে ভারতের বাজার থেকে জওয়ানের মোট আয় ৫০৭.৮৮ কোটি। সোমবারেই ছবিটি টপকে গেছে কেজিএফ ২-কে। এবার বাহুবলী ২-এর পালা। ভারতের আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা এখন ‘জওয়ান’।

এর আগে সবচেয়ে কম সময় ( ২৪ দিন) লেগেছিল সানি দেওলের গদর ২-এর। পাঠানের লেগেছিল ২৮ দিন। সেখানে জওয়ান তার প্রায় অর্ধেক সময় অর্থাৎ ১৩ দিনে ঢুকে গেল ৫০০ কোটিতে। যাতে বেশ আনন্দিত শাহরুখ ভক্তরা।

জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটিতে অস্ত্র ব্যবসায়ী কালীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গেছে দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে। সিনেমাটিতে বলিউড সুন্দরি দীপিকা পাডুকোন ক্যামিও করেছেন।

Link copied!