• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শাহরুখের নতুন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৪:১৪ পিএম
শাহরুখের নতুন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা
শাহরুখের নতুন সিনেমার সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বলিউডে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। সিনেমাটির দুর্দান্ত সাফল্য উদযাপনে সংবাদ সম্মেলন করেন শাহরুখ খান। এসময় নিজের নতুন সিনেমা  ‘ডাংকি’ মুক্তির দিন ঘোষণা করেন বলিউড বাদশা।

সংবাদ সম্মেলনে শাহরুখ জানালেন, চলতি বছরের বড়দিনেই বড়পর্দায় আসতে চলেছে ‘ডাংকি’। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর নতুন এই সিনেমার মুক্তি। সংবাদ সম্মেলনে ‘জওয়ান’ সিনেমার নির্মাতা অ্যাটলি, দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি উপস্থিত থাকলেও দক্ষিণি লেডি সুপারস্টার নয়নতারা অনুপস্থিত ছিলেন।

এ সময় ‘জওয়ান’ সিনেমার সঙ্গে দীপিকা কীভাবে যুক্ত হলেন সে কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। দীপিকা জানান, হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’র জন্য শুটিং করছিলেন তিনি। সে সময় অ্যাটলি এবং শাহরুখ তার সঙ্গে দেখা করতে যান এবং এই চরিত্রটির বর্ণনা দেন। অনেকেই প্রশ্ন করেছেন, এত স্বল্প সময়ের একটি চরিত্রে অভিনয় করতে কী ভাবে রাজি হলেন দীপিকা? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমার চরিত্র কতটা স্ক্রিন টাইম পেল তা বড় নয়। তা কতটা প্রভাব ফেলল সেটাই বড় কথা।’’

Link copied!