• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

শাহরুখের জন্মদিনে বিশেষ বার্তা ঋতুপর্ণার, কী জানালেন অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০১:৪৬ পিএম
শাহরুখের জন্মদিনে বিশেষ বার্তা ঋতুপর্ণার, কী জানালেন অভিনেত্রী
ঋতুপর্ণা, শাহরুখ। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন শনিবার (২ নভেম্বর)। তার জন্মদিনে বিশেষ বার্তা দিয়েছেন টলিউডে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

শাহরুখ খানের সঙ্গে সঙ্গে নিজের একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতুপর্ণা। ছবিতে লাল শাড়ি রয়েছে অভিনেত্রীর পরনে। কালো স্যুটে ছিলেন শাহরুখ। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুজন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘বলিউডের কিংকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। শাহরুখ আপনার প্রতিভা, ক্যারিশমা আর টাইমলেস পারফরম্যান্স আমাদের অনুপ্রাণিত করে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর আর অসংখ্য সাফল্য পান এই কামনা করি।’

এদিকে শাহরুখের জন্মবার্ষিকী ঘিরে ‘বাদশাহি’ আয়োজন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে তার বাসভবন ‘মান্নাত’ সেজে উঠছে আলোর রোশনাইয়ে। অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী গৌরী খান।

এই অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা ‘কিং খান’ নিয়ে আসছে আনুষ্ঠানিক ঘোষণা। যেখানে শাহরুখের সঙ্গে প্রথমবারের মত তার মেয়ে সুহানা খান অভিনয় করছেন। এতে বাবা-মেয়েকে গুরু-শিষ্যার চরিত্রে দেখা যেতে পারে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

 

Link copied!