• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

রাতে ব্যাটম্যান, দিনে সুপারম্যান হতে চান শাহরুখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০২:১৮ পিএম
রাতে ব্যাটম্যান, দিনে সুপারম্যান হতে চান শাহরুখ

দীর্ঘ বিরতির পর তিনটি সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান। রোম্যান্টিক ছবির বদলে অ্যাকশন ঘরানার ছবি বেঁছে নিয়েছেন তিনি। আর তাই ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। শাহরুখকে জিজ্ঞেস করা হয়েছে, এরপর আর কোন ধরণের সিনেমা করতে চান তিনি। শাহরুখ দিলেন মজার উত্তর।

‘স্কুপ উইথ রায়া’-তে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, “আমি তো সব করতে চাই। ভালো মানুষ, খারাপ মানুষ, স্বার্থপর মানুষ, সুখী মানুষ, প্রেমিক মানুষ, মারামারি প্রিয় মানুষ, সব চরিত্রই করতে চাই। এবছরটা আমার জন্য দারুণ কারণ ‘পাঠান’ করেছি, এটি অ্যাকশন ফিল্ম। এই কাজটি করতেই ৩২ বছর আগে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। এখন বয়স ৫৭, তবে মনে হয় চালিয়ে যেতে পারবো কাজটি। দক্ষিণ ভারতীয় ধাঁচের ছবি করার ইচ্ছা ছিল, সেটাই করেছি। জওয়ান। রাজকুমার হিরানির সঙ্গে কাজের ইচ্ছা ছিল। সেটাই অবশেষে হচ্ছে।”

অভিনেতা আরও বলেন, “এসবের পরে আমি লিওন: দ্য প্রফেশনাল-এর মতো সিনেমা করতে চাই। এমন কোনো চরিত্র যেখানে আমাকে বয়স্ক, চুপচাপ মানুষ হিসেবে দেখানো হবে। সাদা দাড়ি, সাদা চুল। আমি গল্প বলতে চাই। আমার ক্ষমতা সম্পর্কে জানাতে চাই। কোনো নির্মাতা যদি সেরকম কোনো গল্প নিয়ে আসে, আমার ভালো লাগবে। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে চাই দর্শকের জন্য। উপভোগ করতে চাই কাজ। আমি রাতে ব্যাটম্যান, দিনে সুপারম্যান, বিকালে স্পাইডারম্যান। আমি সব ধরণের চরিত্রে অভিনয় করতে চাই।”

আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের ‘পাঠান’। ছবিতে শাহরুখ ছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

সূত্র: কইমই

Link copied!