• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশে ‘জওয়ান’ দেখতে চান শাহরুখ ভক্তরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৩:৫৪ পিএম
বাংলাদেশে ‘জওয়ান’ দেখতে চান শাহরুখ ভক্তরা
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের অগণিত ভক্ত ছড়িয়ে আছে বাংলাদেশে। কিং খানের সিনেমা মুক্তি পেলে ভারতে গিয়ে দেখে আসেন তার ভক্তরা। সর্বশেষ ‘পাঠান’ মুক্তির সময়ও এই দৃশ্য দেখা গেছে। পরবর্তীতে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেলেও বেশ ব্যবসা করে।

এদিকে আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’সিনেমা। সিনেমাটি ঘিরে শাহরুখ ভক্তদের পাগলামির রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চোখে পড়ছে। পিছিয়ে নেই বাংলাদেশের ভক্তরা। ‘পাঠান’ মুক্তির সময়ও অনেকেই ভারতে গেছেন শুধুমাত্র প্রিয় তারকার সিনেমা দেখতে। তাই বাংলাদেশের ভক্তদের দাবি, তারা ঢাকায় বসে বিশ্ব মুক্তির দিনেই ‘জওয়ান’ সিনেমাটি দেখতে চান। শুধু তাই নয়, সম্প্রতি বিভিন্ন সড়কে সিএনজির পেছনে সিনেমার পোস্টার লাগিয়ে প্রচার করতে দেখা যায় কিছু ভক্তকে।  

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে শ্লোগান দেন। ভারতের  সঙ্গে একইদিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।

শাহরুখ ভক্তরা বলেন, “‘পাঠান’ মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের বেড়ি নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেয়া হোক।”

‘জওয়ান’-এ  শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এতে তার বিপরীতে দেখা যাবে ভারতের দক্ষিণী লেডি-সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোনকেও।

Link copied!