• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘সাত দিনের কমিশনার’ নিলয় আলমগীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৫:১৯ পিএম
‘সাত দিনের কমিশনার’ নিলয় আলমগীর
অভিনেতা নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেনো দম ফেলার সময় নেই তার। নতুন খবর হলো এবার এ অভিনেতা হলেন সাত দিনের জন্য কমিশনার!

জনপ্রিয় এই অভিনেতা সাত দিনের জন্য কমিশনার হয়েছেন ঠিকই তবে বাস্তবে নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নির্মিত ‘সাত দিনের কমিশনার’ শিরোনামের নাটকে নিলয়কে দেখা গিয়েছে কমিশনার চরিত্রে।

‘সাত দিনের কমিশনার’ নাটকটি পরিচালনা করেছেন সজিব খান। ইমরাউল রাফাতের চিত্রনাট্যে নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন নির্মাতা। এতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

সম্প্রতি নাটকটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত নাটকটি।

নিলয়-তানিয়া বৃষ্টি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মাসুম বাশার, রেশমা আহমেদ, জুলফিকার চঞ্চল, জাবেদ গাজী, জাহিদ ইসলাম প্রমুখ।

Link copied!