• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

ফিলিস্তিনিদের জন্য সায়ানের গান ‘আমার নাম প্যালেস্টাইন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৮:৫৩ এএম
ফিলিস্তিনিদের জন্য সায়ানের গান ‘আমার নাম প্যালেস্টাইন’

এবার গাজায় সংঘটিত ইসরায়েলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গান গেয়েছেন ফারজানা ওয়াহিদ সায়ান। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটি তিনি গেয়েছেন নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সায়ান তার ফেসবুকে গানটি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, তার ইউটিউব চ্যানেল থেকে শিগগির প্রকাশিত হবে এটি। 
‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটির সংগীত আয়োজন করেছেন শফিকুজ্জামান শাওন আর গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রভাত।

গানটি শেয়ার করে সায়ান লিখেছেন, ‘প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি। আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন এবং স্থায়ী। এই ধরণির বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেওয়ার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্যালেস্টাইনের পক্ষে কথা বলা বন্ধ করবেন না!’

উল্লেখ্য, কয়েক দিন আগে সায়ান গেয়েছেন মহান স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন সায়ান নিজেই। সংগীতায়োজন করেছেন শুভ সুলতান। ভিডিও নির্মাণ করেছেন সৌখিন ও সানী।

Link copied!