‘আরআরআর পার্টির মতো’, বললেন অস্কারজয়ী অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০২:১২ পিএম
‘আরআরআর পার্টির মতো’, বললেন অস্কারজয়ী অভিনেত্রী

অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন সম্প্রতি এসএস রাজামৌলির ‘আরআরআর’ দেখেছেন। ছবিটি দেখে টুইটারে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি।

টুইটারে জেসিকা লিখেছেন, ‘আরআরআর দেখাটা অনেকটা পার্টির মতো’। এই মন্তব্যের সাথে হার্ট ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

জেসিকা চ্যাস্টেইন যে শুধু প্রশংসা করেছেন তা নয়, আরেকটি পোস্টে ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ও শেয়ার করেছেন তিনি।

জেসিকার এই পোস্ট শেয়ার করা হয়েছে ‘আরআরআর’-এর অফিশিয়াল পেজ থেকেও। ক্যাপশনে লেখা হয়েছে, ‘জেসিকা আপনি এই ছবি উপভোগ করেছেন জেনে আমাদের ভালো লেগেছে।’

গত বছর ‘দ্য আইজ অব দ্য টামি ফায়ে’ ছবির জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা। তিনি একাডেমির একজন সদস্যও।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

Link copied!