• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ফেরদৌসের বিজয় উদযাপন করতে আসছেন ঋতুপর্ণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪, ০৪:০৩ পিএম
ফেরদৌসের বিজয় উদযাপন করতে আসছেন ঋতুপর্ণা
ফেরদৌস আহমেদ ও ঋতুপর্ণা সেনগুপ্ত ।

জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।  তার এই বিজয়ে উচ্ছসিত পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী তার ঘনিষ্ঠ বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত।   ফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে অভিনেতার প্রিয় বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করেছিল ভারতীয় এক সংবাদমাধ্যম।

উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, ‘ফেরদৌসের জয়ে আমি অসম্ভব খুশি হয়েছি। ভোটে জিতে ফেরদৌস ফোন করেছিল। বলল, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু কোথায়? উদযাপন করব।’

ঋতুপর্ণা মনে করেন, এই জয় ফেরদৌসের প্রাপ্য। এই জয়ের পেছনে রয়েছে তার পরিশ্রম। তিনি আরও বলেন, ‘আমরা খুব কাছের বন্ধু। আমি সবসময় ওর মঙ্গল কামনা করি।’

ঋতুপর্ণা জানান, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে আসার ইচ্ছে তার অনেক দিনের। এ কথা অনেকবার ঋতুপর্ণাকে জানিয়েছিলেন ফেরদৌস।

অভিনয়ের বাইরেও ফেরদৌস ও ঋতুপর্ণা পারিবারিক বন্ধু। বন্ধুর স্বপ্ন পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুব খুশি ঋতু। তার মতে, এটা ফেরদৌসের অনেক বড় একটি পদক্ষেপ। রাজনীতিতে তার মতো মানুষের খুব প্রয়োজন। ফেরদৌস যেমন ভালো অভিনেতা, তেমনি খুব ভালো মানুষ। রাজনীতিতে আসার আগেও সে মানুষের বিপদে পাশে দাঁড়াত।

ঋতুর একাধিক বন্ধু এখন রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তারা সবাই কমবেশি সফল। তাদের দেখে ঋতুপর্ণার রাজনীতিতে আসতে ইচ্ছে করে? এ প্রশ্নের জবাবে ভারতের ওই সংবাদমাধ্যমকে ঋতু বলেন, ‘একটুও ইচ্ছে নেই। কারণ, রাজনীতি আমি বুঝি না। আমি আপাদমস্তক একজন শিল্পী।’ তবে তার যে বন্ধুরা রাজনীতিতে আসছেন, তাদের প্রতি ঋতুর আহ্বান, তারা যেন এই পেশার প্রতিও সৎ থাকেন। জনগণের উন্নতিতে যেন নিজেদের উৎসর্গ করেন।

ঋতু জানিয়েছেন, শিগগিরই ঢাকায় আসছেন তিনি। সে খবর দিয়ে বলেছেন, ‘নতুন কাজ নিয়ে কথা বলতে বাংলাদেশে যাব। তখন ফেরদৌসের বিজয় উদযাপন করব।’
 

Link copied!