২০ বছর পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘বাবা’। চলচ্চিত্রের ঈশ্বরখ্যাত অভিনেতার ব্লকবাস্টার সিনেমাগুলোর মধ্যে এটি একটি। যেটি কিনা অভিনেতার নিজেরও ভীষণ প্রিয়।
আগামী ১২ ডিসেম্বর রজনীকান্তের জন্মদিন। বিশেষ এই দিন উপলক্ষেই অভিনেতার সিনেমাটি পুনরায় মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন মনীষা কৈরালা, গৌন্দামণি, দিল্লী গণেশ প্রমুখ। পরিচালনা করেছেন সুরেশ কৃষ্ণ।
এরইমধ্যে সিনেমাটির নতুন ট্রেলার প্রকাশ করা হয়েছে। আরও ভালো এবং গুণগত মানের অডিও এবং ডিজিটাল প্রিন্টের সাথে নতুনীকরণ করা হয়েছে সিনেমাটি। ট্রেলারে রজনীকান্তের একটি নতুন সংযোজন যুক্ত করা হয়েছে, যেখানে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলছেন, ‘আমি আসছি।’
সম্প্রতি টুইটারে সিনেমাটি নিয়ে অভিনেতা লিখেছেন, “এটি এমন একটি ফিল্ম যা চিরকাল আমার হৃদয়ের সবচেয়ে কাছে থাকবে। ‘বাবা’র নতুন সংস্করণ শীঘ্রই মুক্তি পাবে।”
জানা গেছে, চলচ্চিত্রটির নতুন অডিও রজনীকান্ত নিজেই ডাব করেছেন এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও উন্নত করা হয়েছে। চলচ্চিত্রটির সংগীতায়োজন করেছেন এ আর রহমান। নতুন সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ৩ ঘন্টার সময় কমিয়ে করা হয়েছে আড়াই ঘন্টা।
এদিকে নতুন সিনেমায়ও কাজ করছেন রজনীকান্ত। তিনি এখন আসন্ন সিনেমা ‘জেলার’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এটি তার ১৬৯তম সিনেমা। পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। এছাড়াও প্রযোজক সুবাস্করানের সঙ্গে আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণী এই সুপারস্টার।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া