• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

আবারও জুটিবদ্ধ হচ্ছেন রাজ-মিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ১১:২৫ এএম
আবারও জুটিবদ্ধ হচ্ছেন রাজ-মিম
শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘পরাণ’-এ জুটিবদ্ধ হয়ে নজর কেড়েছিলেন অভিনেতা শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। আবারও এই জুটি ফিরছেন বড় পর্দায়। অনন্য মামুনের পরিচালনায় ‘দানব’ নামে নতুন সিনেমায় জুটিবদ্ধ হচ্ছেন তারা। একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, চলতি মাস থেকে ‘দানব’-এর শুটিং শুরু হবে। সিনেমাটি প্রযোজনা করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। জানা যায়, ‘দানব’ সিনেমার শুটিং হবে বাংলাদেশ ও থাইল্যান্ডে। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় আসে রাজ ও মিমের জুটি। এরপর ‘দামাল’ সিনেমাতেও দেখা গেছে তাদের। এই দুটি সিনেমা আলোচনায় থাকলেও এরপর এই দুই তারকাকে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি।

Link copied!