• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এবার ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে ‘প্রিয়তমা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০২:৫৮ পিএম
এবার ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে  ‘প্রিয়তমা’
ছবি: সংগৃহীত

ঈদুল আজহাতে মুক্তি পাওয়া শাকিব খান ও ইধিকা পাল জুটির ‘প্রিয়তমা’ সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দেশের প্রেক্ষাগৃহে। দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও সাফল্যের সঙ্গে প্রদর্শিত হয় ‘প্রিয়তমা’। এবার দর্শকদের জন্য ওটিটি প্লাটফর্মে স্ট্রিমিং হতে যাচ্ছে সিনেমাটি।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে বায়স্কোপের অফিশিয়াল ফেসবুকে ‘প্রিয়তমা’ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। টিজারের পর ওটিটি প্লাটফর্মে প্রকাশিত হয়েছে ‘প্রিয়তমা’র ট্রেলারও। যদিও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে ট্রেলার প্রকাশ করেননি ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরা।

এক ফেসবুক পোস্টে বায়স্কোপ জানিয়েছে, আগামী ২২ আগস্ট মোবাইল, ওয়েবসাইট ও টিভি-তে ‘প্রিয়তমা’ দেখতে পারবেন শুধুমাত্র বায়স্কোপে।

বিষয়টি নিশ্চিত করে সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের কথাবার্তা চূড়ান্ত। তবে বায়োস্কোপে মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। সেটা না হলেও এ মাসের শেষদিকে এটি বায়োস্কোপে মুক্তি পাচ্ছে এটা নিশ্চিত। তবে দর্শকদের এটি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তবেই দেখতে হবে। আর শুধু বাংলাদেশের দর্শক এটি উপভোগ করতে পারবেন।”

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Link copied!