• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৩, ১০:১৩ এএম
ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক জড়িয়ে থাকলেও মা পরীমনির তুলনা নেই। একমাত্র ছেলে রাজ্যকে নিয়েই বর্তমান সময়টা উপভোগ করে যাচ্ছেন। তবে, পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য অসুস্থ হওয়াতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

রোববার (২ জুন) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘রাজ্য অসুস্থ!’ তবে কিছুক্ষণ পরে পোস্টটির সঙ্গে প্রকাশিত ছবিটি সরিয়ে নেন তিনি।

তবে ছেলের কী হয়েছে সে সম্পর্কে কিছু উল্লেখ করেননি নায়িকা। অনেকে মন্তব্যের ঘরে প্রশ্ন রাখলেও এ ব্যাপারে সাড়া পাওয়া যায়নি পরীমনির।

এদিকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার একমাত্র ছেলের অসুস্থতার খবর জানতে পেরে দ্রুত সুস্থতা কমনা করেছেন।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!