• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মারা গেলেন জনপ্রিয় র‌্যাপার ‘মাগু’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ০৬:৫১ পিএম
মারা গেলেন জনপ্রিয় র‌্যাপার ‘মাগু’
হিপহপ র‌্যাপার মাগু , ছবি: সংগৃহীত

জনপ্রিয় হিপহপ র‌্যাপার মাগু মারা গেছেন। রবিবার (১৩ আগস্ট) ‘মেলভিন মাগু’র হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেট্রো’র এক প্রতিবেদনে জানানো হয়, রবিবার মাগুর মৃত্যুর খবর ছাড়া তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিংবা মৃত্যুর কারণ এখনো অপ্রকাশিত রয়ে গেছে।

সংবাদমাধ্যমটি জানায়, ১৯৮৯ সাল থেকে খ্যাতিমান র‌্যাপ জুটি টিম্বাল্যান্ড ও ম্যাগু র‌্যাপ ও সংগীত জগতের অবিচ্ছেদ্য অংশ। মাগু ও টিম্বাল্যান্ড নব্বইয়ের দশকে র‌্যাপ সংগীতে সর্বাধিক গতিশীল জুটি হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

এদিকে মাগুর আকস্মিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে একের পর এক শোকবার্তা প্রকাশ করছেন সংগীত জগতের তারকাগণ। নিজেদের শোকবার্তায় মাগুকে স্মরণ করছেন অসংখ্য ভক্ত-শ্রোতা।

Link copied!