• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

মারা গেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেনা রোলান্ডস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৩:২৯ পিএম
মারা গেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেনা রোলান্ডস
জেনা রোলান্ডস। ছবি : সংগৃহীত

হলিউড অভিনেত্রী জেনা রোলান্ডস মারা গেছেন। বুধবার (১৪ আগস্ট) ক্যালিফোর্নিয়ায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৯৪ বছর। খবর রয়টার্সের
দীর্ঘদিন ধরে আলঝেইমারে ভুগছিলেন তিনবার এমিজয়ী কিংবদন্তি এই অভিনেত্রী। গত শতকের পঞ্চাশের দশকে মঞ্চ ও টেলিভিশনে ক্যারিয়ার শুরুর পর চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।
এর মধ্যে ‘আ উইমেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ ও ‘গ্লোরিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন জেনা রোলান্ডস। ছবি দুটি পরিচালনা করেছেন তার প্রথম স্বামী জন ক্যাসাভেটস।
সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রের স্বাধীন ধারার চলচ্চিত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন এই দম্পতি। ক্যাসাভেটসের পরিচালনায় ‘ওপেনিং নাইট’, ‘লাভ স্ট্রিমস’সহ ১০টির মতো সিনেমা করেছেন রোলান্ডস।
জন ক্যাসাভেটস ও জেনা রোলান্ডস দম্পতির তিন সন্তানই নির্মাণ ও অভিনয় করেন। ছেলে নিক ক্যাসাভেটসের পরিচালিত ‘দ্য নোটবুক’ সিনেমায় অভিনয় করেছেন জেনা রোলান্ডস।

Link copied!