• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

যে যন্ত্রণায় ভুগছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৩:৩৩ পিএম
যে যন্ত্রণায় ভুগছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য

ভারতীয় বাংলা সিরিয়াল ও টালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নাটক ও সিনেমায় সমান তালে কাজ করে চলেছেন বহু বছর ধরে। এই অভিনেত্রীর অভিনয়ের বাইরেও সুনাম আছে হাসির জন্য। অট্টহাসিতে মাতিয়ে তুলতে পারেন যে কোনো জায়গা।

এই হাসিখুশি ও মনখোলা অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন। সেখানে ভালো লাগা কিংবা মন্দ লাগা সবকিছু তিনি দর্শকের সঙ্গে ভাগ করে নেন। এই ধারাবাহিকতায় এবার তিনি এক কষ্টের অনুভূতির কথা শেয়ার করলেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অপরাজিতা লেখেন, ‍‍`আজ আমার লক্ষ্মী কাকিমা সুপারস্টারের শেষ দিনের শুটিং ছিল। একটা ধারাবাহিক যখন শেষ হয়ে যায়, কী হয়? সবাই বলবে কী আবার হয়, নতুন ধারাবাহিক শুরু। সেটা তো জীবনের নিয়ম। কিছু শেষ হলে কিছু শুরু হয়। কিন্তু এই যে তিল তিল করে প্রতিদিন একটি পরিবার তৈরি হয়, সেই সমগ্র পরিবারটার অর্থাৎ সব অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীর আবেগের মৃত্যু হয়। একাধিকবার সেই যন্ত্রণা ভোগ করতে হয়। এটা অনেক যন্ত্রণার। এই যন্ত্রণাটা খুব কম মানুষই বোঝে।‍‍`

এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমকে অপরাজিতা বলেন, ‍‍`গল্পটায় অনেক রকম রং ছিল। সেভাবে যদি ভাবা হতো, তাহলে আরো কিছুদিন চলত সিরিয়ালটা। আমি খুশি নই। ‍‍`

এদিকে লক্ষ্মী কাকিমা সিরিয়ালের মাধ্যমেই প্রথম ছোট পর্দায় হাজির হন অপরাজিতা আর দেবশঙ্কর হালদার জুটি। 

Link copied!