• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

ছবিতে মোহনীয় রূপে পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ১২:২৯ পিএম
ছবিতে মোহনীয় রূপে পরীমনি
মোহমীয় রূপে চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে

সুন্দরবনে সাদা শাড়িতে মোহনীয় রূপে দেখা দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি ছেলের জন্মদিন উপলক্ষে সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানকার ছবি ও ভিডিও শেয়ার করেন পরী। সেখানে ক্যাপশনে লিখেছেন-

কেমন লাগছে আমাকে...

নদীর বুকে লঞ্চের পাশ ঘেঁষে সাদা শাড়িতে একের পর এক ছবি তুলতে দেখা গেছে এই নায়িকাকে। ছবিতে হালকা মেকআপের সঙ্গে সাদা শাড়ি ও গহনায় মোহনীয় রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

নায়িকার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন ভক্তরা।  পরীমনির প্রশংসায় একজন লিখেছেন, পরীমনির এই রূপের লাবণ্যের কাছে কানের পাশের গোলাপের সৌন্দর্যও হার মেনে গেলো।

২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমনি  তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার।

ছবিতে দেখুন পরীমনিকে-

 


 

Link copied!