পরীমনির নানা মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৯:৪১ এএম
পরীমনির নানা মারা গেছেন
নানাকে হারিয়ে ভেঙে পড়েছে পরীমনি। ফাইল ছবি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির নানা শামসুল হক গাজী মারা গেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

এক ফেসবুক পোস্টে চয়নিকা চৌধুরী লেখেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন আমাদের শ্রদ্ধেয় নানুভাই। গুলশানের আজাদ মসজিদে মরদেহ গোসলের পর ভোর ৪টার দিকে নিজ গ্রাম পিরোজপুরে রওনা হয়েছেন পরীমনি। সেখানেই পরীমনির নানির পাশে তাকে শায়িত করা হবে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পরীমনির নানা। এর আগে গেল অক্টোবরে নানা অসুস্থ থাকাতে নিজের জন্মদিনও বড় করে উদ্‌যাপনন করেননি পরীমনি। তবে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

মাত্র তিন বছর বয়সে মাকে হারান পরী, একটু বড় হয়ে বাবাকে হারিয়ে বড় হন পিরোজপুরে তার নানা শামসুল হক গাজীর কাছে। বাবা-মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরীমনির একমাত্র অবলম্বন। নানাকে হারিয়ে বেশ ভেঙে পড়েছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। 

Link copied!